ছবি: ইয়াবা ও গাঁজাসহ র্যাবের অভিযানে গ্রেফতার পাঁচ মাদক ব্যবসায়ি।।
ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৪ আগষ্ট) ভোরে ও সকালে পৃথক দুইটি অভিযানে মাদক ব্যবসায়িদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি গণমাধ্যমে পাঠানো প্রেসরিলিজে নিশ্চিত করে র্যাব কার্যালয়।
প্রেসরিলিজে জানানো হয়,র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে মোশারফ হোসেন (২২), কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এরশাদ (৩৫), কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে মোঃ শাহে এমরান (২৪) এবং কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের এর ছেলে শহিদ উল্লাহর ছেলে মোঃ ফিরোজ (২২)।
এছাড়াও র্যাব-১১, সিপিসি-২ এর অপর একটি আভিযানিক দল একইদিন সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ নেত্রকোণা জেলার পূর্বধলা থানার পাইকুরা গ্রামের আব্দুর রহিম বক্সর ছেলে মোঃ হায়দার আলী (৩৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে র্যাব জানতে পারে, তারা দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 14, 2020 12:05 pm by প্রতি সময়