২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সকল দন্ডিতদের সাজা কার্যকরের দাবীতে গাংনীতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
শুক্রবার (২১ আগষ্ট) বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গাংনী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, ফয়সাল জাহান শিশির যুগ্ম সাধারণ সম্পাদক ডালিম রানা, সাংগঠনিক সম্পাদক রায়হানুর জামান নিরব,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাকিরউজ্জামান আরিফ, মানবউন্নয়ন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মিল্টন, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক শাহীন রেজা, গাংনী সরকারী কলেজ শাখা যুগ্ম সাধরণ সম্পাদক মাজেদুল ইসলাম রিমন।
বক্তারা ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানসহ সকল দন্ডিত আসামীদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার আহবান জানান। এ সময় শুভ, রাজ, হামিম, লিমন, সজিব, তুষার, জামিল, সবুজসহ পৌর ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।