ছবি: সরকারি অনুদানের চেক বিতরণ করেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম #
মেহেরপুরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আর্থিক অনুদানের চেক পেয়েছেন করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুদানের চেক বিতরণ করা হয়।এছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় দুস্থ ধর্মপ্রাণ ব্যক্তি পুনর্বাসন এবং মসজিদ-মন্দির উন্নয়নের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সকল চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহাম্মদ মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, প্রফেসর হাসানুজ্জামান মালেক, ফুটবল প্রশিক্ষক আব্দুল মালেক, ক্রীড়াবিদ নাহিদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে ১৭ জন দুস্হ মুসলিম ব্যক্তির মাঝে ২ লাখ ৫৫ হাজার টাকা, ১০ জন দুস্থ হিন্দু ব্যক্তির মাঝে ১ লাখ ৫০ হাজার টাকা, ১২ টি মসজিদ উন্নয়নের লক্ষ্যে ৬ লাখ টাকা, ১টি মন্দির উন্নয়নের জন্য ৫০ হাজার টাকার, ৮ জনকে মাসিক ২ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা এবং করোনায় ক্ষতিগ্রস্ত ৪৫ জনের মধ্যে ৭ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 3, 2020 1:15 pm by প্রতি সময়