ত্রিভূজ প্রেমের ঘটনায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বেলাল হোসেনের একুশ বছর বয়সী পুত্র মাহবুবের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।নিহত মাহবুবের পরিবারের অভিযোগ প্রেমঘটিত বিষয় কেন্দ্র করে তাকে মারা হয়েছে।
নিহত মাহবুবের মা আলেয়া বেগম জানান,একটি মেয়ের সঙ্গে মাহবুবের প্রেমের সম্পর্ক ছিল৷আবার সেই মেয়েটির সঙ্গে পাশের বাড়ির আরেক ছেলেরও প্রেমের সম্পর্ক ছিল৷ওই প্রেমিক ছেলেটি তার কয়েকজন বন্ধু মিলে গত মঙ্গলবার মাহবুবকে মারধর করে।বুধবার সন্ধ্যার পর মাহবুবকে ওই ছেলেরা ডেকে নিয়ে তাকে কিছু খাওয়ানোর পর বাড়িতে এসে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে সব কিছু জানা যাবে ।প্রেমঘটিত বিষয়ে কিছু ঘটেছে কিনা এনিয়ে তদন্ত হচ্ছে।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 3, 2020 2:11 pm by প্রতি সময়