ট্রমা গ্রুপের রেলের নাইটগার্ডসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সালদানদী রেল ষ্টেশন এলাকায় ঘটনাটি ঘটেছে। একই সময়ে একটি মুদি দোকানেও হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তদন্ত শেষ করে চলে যাবার পর আরেকদফা হামলা চালায় দুর্বৃত্তরা। এ হামলায় একটি কাঠের ফার্নিচার দোকান ও কারখানা ক্ষতিগ্রস্ত হয়।
পরপর দুটি হামলায় ট্রমা গ্রুপের নাইটগার্ড আব্দুল খালেক (৬০), মো. শাহীন (২৪) ও তার মা মরজিনা বেগম (৫০) আহত হয়। এ ঘটনায় ১৩জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, হামলার ঘটনায় তিনজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 9, 2020 6:00 pm by প্রতি সময়