আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত তিন আসামীকে গ্রেফতার করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা শিকার করে জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত আসামী ছিল। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পৃথক তিনটি অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।এর মধ্যে ব্রাহ্মণপাড়া থানার এস আই জীবন কৃষ্ণ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এন আই এ্যাক্ট’র একটি মামলায় চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ মামুনকে তার বাড়ী থেকে গ্রেফতার করে।
এ এস আই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর গ্রামের আবদুল কাদের ভুইয়ার ছেলে রফিকুল ইসলামকে তার বাড়ী থেকে গ্রেফতার করে।
এ এস আাই নূরুল আমীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি মাদক মামলায় ২ বছর ৩ মাস সাজা প্রাপ্ত আসামী শশীদল ইউনিয়নের শশীদল খালেরপাড় গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ সোহেলকে তার বাড়ী থেকে গ্রেফতার করে।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 19, 2020 5:02 pm by প্রতি সময়