‘আমার সারা দেহ খেয়ো গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়ো না, আমি মরে গেলেও তারে দেখার সাধ, মিটবে না গো মিটবে না’.. ‘জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো’…
এরকম হৃদয় ছোঁয়া হাজারো গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী ঢালিউডের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর আর নেই।
মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে থেমে গেলেন এ দেশের গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। টানা নয় মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন তিনি।
এরপর থেকে রাজশাহীতে বোন ডা. শিখা বিশ্বাসের ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজশাহীতে সেই ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গন তথা দেশের শোবিজে শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকার আর্থিক সহায়তা করেছিলেন।
Last Updated on July 6, 2020 3:26 pm by প্রতি সময়