ছবি: ইমতিয়াজ হত্যা মামলার ৫ নম্বর আসামী পাভেল #
প্রায় পৌনে সাত বছর পর আদালতে আত্মসমর্পন করেছে কুমিল্লার চাঞ্চল্যকর স্কুল ছাত্র দিদারুল আলম ইমতিয়াজ হত্যা মামলার আসামী পাভেল। বুধবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লার আদালতে আত্মসমর্পন করেন পাভেল। আদালতের বিচারক তাকে কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্কুল ছাত্র ইমতিয়াজ হত্যা মামলার আসামী পাভেল নুরপুর মুন্সিবাড়ির ফারুক আহমেদের ছেলে। গ্রেফতারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে আদালতে স্বেচ্ছায় গিয়ে আত্মসমর্পন করেন তিনি।
উল্লেখ্য, ২০০৬ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ইমতিয়াজ তার নিখোঁজ হওয়া ছোট বোনকে খুঁজতে বাড়ি থেকে বের হয়। নুরপুর এলাকায় নুরপুর এলাকায় তাকে দুবৃর্ত্তরা পিটিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে ঢাকায় মেট্রোপলিটন হাসপাতালে নেয়ার পথে মধ্যরাতে তার মৃত্যু হয়। নিহত দিদারুল আলম ইমতিয়াজ নগরীর হাউজিং নুরপুর এলাকার কাজী বাড়ির জহিরুল আলমের ছেলে। সে ২০০৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। এঘটনায় কমিল্লায় কোতয়ালী থানায় হত্যা মামলা হয়। মামলার ৫ নম্বর আসামী ছিল পাভেল।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 23, 2020 6:43 pm by প্রতি সময়