ভোটের সময় বলেছিলেন- ‘আমাকে জয়ী করলে আপনাদের খেদমতে নিয়োজিত থাকবো। আপনাদের দু:খ কষ্টকে নিজের মনে করে ওয়ার্ডবাসীর সেবা করে যাবো।’
সেই ওয়াদা রক্ষা করলেন দিনাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম রমজান।
কয়েক দিনের টানা বৃষ্টিতে আবর্জনাভর্তি ড্রেনের পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে নিম্নাঞ্চল ডুবে যায়। শত শত বাড়ি অর্ধেক পানির নিচে তলিয়ে যায়। ওয়ার্ডবাসীর এমন দুর্দশায় ড্রেনের ময়লা ও আবর্জনাভর্তি পানিতে নেমে পড়লেন কাউন্সিলর রমজান। স্থানীয়দের নিয়ে ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর শহরের পুলহাট খোয়ারের পুল এলাকার ড্রেন আবর্জনায় ভর্তি থাকায় পানি বের হতে না পারায় দুর্ভোগে পড়েন এলাকাবাসী। আবর্জনার কারণে দুর্গন্ধ, মশা-মাছির কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েন স্থানীয়রা।
দিনাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম রমজান বলেন, স্থানীয়দের নিয়ে ড্রেনের আবর্জনা অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। তবে স্থায়ীভাবে এই আবর্জনা অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছি।
এ সময় কাউন্সিলরের সঙ্গে উপস্থিত ছিলেন প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু ও যুবলীগ নেতা আরমান হোসেনসহ এলাকাবাসী।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 1, 2020 4:06 am by প্রতি সময়