পুকুরের পানিতে ভেসে উঠলো দেড় বছরের জিলনের নিথর দেহ। তার মৃত্যুতে গোটা পরিবারে বইছে শোকের মাতম। পুকুরে পানিতে ডুবে শিশু জিলানের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার বাবা-মা।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই দক্ষিণপাড়া গ্রামের অধ্যক্ষ হান্নানের বাড়ির আবু কাউছারের ছেলে জিলন শনিবার (১০ অক্টোবর) দুপুরে পানিতে ডুবে মারা যায়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জিলনের মা ছেলেকে ঘুম পাড়িয়ে রান্না ঘরে কাজ করছিলেন। এরিমধ্যে জিলন ঘুম থেকে উঠে সকলের অজান্তে খেলার ছলে বাড়ির পূর্ব পাশের পুকুরে পরে যায়। তার মা ঘরে গিয়ে জিলনকে বিছানায় দেখতে না পেয়ে বিভিন্ন দিকে খোঁজাখোজি করে না পেয়ে এক পর্যায়ে বাড়ির পূর্ব পাশের পুকুরে গিয়ে দেখতে পায় জিলন পুকুরের পানিতে ভাসছে। তখন তারা জিলনকে পানি থেকে তুলে তাৎক্ষণিক ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুবিন ইমতিয়াজ শিশুটির দেহ পরীক্ষা করে জানান আর বেঁচে নেই। বিকেলে শিশু জিলনকে দাফন করা হয়।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ভিডিও খবর দেখতে protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 10, 2020 1:27 pm by প্রতি সময়