দুই মাদরাসা ছাত্রীর সাথে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।ওই যুবকের নাম বিল্লাল হোসেন (৩৫)।সে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী গ্রামের মোহন মিয়ার পুত্র।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ওই যুবককে শিক্ষার্থীদের শ্লীলতাহানির অপরাধে দন্ডবিধির ১৮৬০ এর ৩৫৪ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।পরে তাকে পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
প্রতিদিনের মতো রবিবার সকালে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা মাদ্রাসার সপ্তম শ্রেণির দুই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বসে।এসময় ওই বাহনের পেছনের তিনজনের সিটে দুই ছাত্রীর সাথে আরেক অজ্ঞাত যাত্রী বসে।সিএনজি অটোরিকশাটি চালুর পর ওই যুবক দুই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে ছাত্রীরা গাড়ী থামানোর জন্য চালককে বললেও চালক তাাতে কর্ণপাত করেনি। কিন্তু ছাত্রীদের সাথে ওই যুবকের শ্লীলতাহানির মাত্রা বাড়তে থাকায় এক ছাত্রী নিজের সম্মান রক্ষার্থে চান্দলা পদুয়া খামার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিএনজি অটোরিকশা থেকে লাফ দিয়ে পড়ে যায়।
তখন সিএনজি অটোরিকশাটিও গতি থামিয়ে দাঁড়ায়।স্থানীয় লোকজন ওই ছাত্রীর মুখে ঘটনা শুনে তাৎক্ষণিক ওই যুবককে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার নাম-পরিচয় জানা যায়।
পরে গ্রেফতার হওয়া যুবক বিল্লাল হোসেনকে ব্রাহ্মণপাড়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিল্লাল হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ভিডিও খবর দেখতে protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 11, 2020 5:49 pm by প্রতি সময়