কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বজ্রপাতে মারা গেছে হাসিবা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী। এসময় রিমি আক্তার নামে তার এক বান্ধবীও আহত হয়।সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার বেড়াখলা গ্রামে এঘটনা ঘটেছে।
নিহত হাসিবা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পোমকাড়া মধ্যপাড়া গ্রামের চৌধুরী বাড়ির আবুল হাসেমের মেয়ে। সে উপজেলার পোমকাড়া ছিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। আহত রিমি (১৫) একই এলাকার রফিক মিয়ার মেয়ে।
এলাকাবাসী জানায়, উপজেলার পোমকাড়া গ্রামের হাসিবা আক্তার ও তার বান্ধবী রিমি আক্তার সোমবার সকাল ১০টার দিকে পাশ্ববর্তী বেড়াখলা গ্রামে দর্জি বাড়িতে তাদের সেলাই করা কাপড় আনতে যায়। ওই বাড়িতে পৌঁছানোর আগেই বজ্রপাতে ঘটনাস্থলে হাসিবা আক্তার মারা যায়। এসময় তার বান্ধবী রিমি আক্তারের শরীরের অন্তত ৪০ ভাগ ঝলসে যায়।
এসময় আহত রিমি আক্তারের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দুইজনকে উদ্ধার করলেও হাসিবার নিথর দেহ মিলে। রিমি আক্তারের স্বজনরা দেবিদ্বারের একটি হসপিটালে তাকে ভর্তি করায় এবং হাসিবা আক্তারের লাশ স্বজনরা ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে নিয়ে বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও ভিডিও নিউজ দেখতে protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 19, 2020 9:12 pm by প্রতি সময়