মুসলিম জাতি তথা বিশ্ববাসীর কাছে ফ্রাণ্সকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর নেতৃবৃন্দ বলেছেন, নাস্তিক ও ইসলাম বিদ্ধেষীরা প্রিয় নবী (সাঃ) কে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলিম উম্মাহর অন্তরে দাবানল তৈরি করেছে। ফ্রান্সের ঘটনার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোকে ক্ষমা চাইতে হবে। না হয় দাবানল ছড়িয়ে পড়বে। নবী মুহাম্মদ সা. এর সম্মান রক্ষায় মুসলিম জাতি রক্ত দিতে প্রস্তুত, জীবন দিতেও প্রস্তত।
শুক্রবার জুমার নামাজ শেষে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর শাখা কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিল শুরুর আগে বক্তারা এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিল শুরুর আগে বক্তব্য রাখেন- হেফাজত ইসলাম কুমিল্লা মহানগর শাখার নেতা মুফতী সামছুল ইসলাম জিলানী, হাফেজ মাওলানা আমিনউল্যাহ, মাওলানা তৈয়্যব, মাওলানা জামিল আহমেদ, মাওলানা সালমান হোসেন, হাফেজ জানে আলম, মাওলানা মুফীজুল ইসলাম, মাওলানা মুফতী আবুল বাশার, মাওলানা নরুল হক সিরাজী, মাওলানা নাছিরুল্লাহ বিজয়পুরী।পরে বিক্ষোভ মিছিলটি কান্দিরপাড় হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 30, 2020 5:30 pm by প্রতি সময়