হাসপাতালের বিছানা ছেড়ে নিজের প্রিয় শহর কুমিল্লা, প্রিয় শহরের মানুষগুলোর মাঝে আর ফিরে আসা হলো না ভালবাসা-ভালোলাগার মানুষ প্রদীপ কুমার পাল ওরফে বাবলু পালের। ছাত্রজীবন থেকে উদার নৈতিক মানসিকতায় নিজেকে গড়ে তোলা এই মানুষটি সারাটা জীবন মানবহিতৈষী কাজ করার পাশাপাশি সবাইকে হাসিখুশিতে মাতিয়ে রাখতেন। সেই মানুষটিই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন পরপারে।শুক্রবার (৬ নভেম্বর) রাত আটটার দিকে বাবলু দা শেষ নি:শ্বাস ত্যাগ করেন।বাবলু দা-কে মানুষজন কতোটা ভালবাসতেন, শ্রদ্ধা করতেন এটি তাঁর মৃত্যু সংবাদেই বহি:প্রকাশ ঘটেছে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদীপ কুমার পাল ওরফে বাবলু দা’র মৃত্যুর খবরটি প্রথম ওঠে আসে ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের পেইজ থেকে। এর পর তাঁর মৃত্যুর খবর একের পর এক শেয়ার হতে থাকে।কমেন্টসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা দিয়ে শুরু করে অনেকেই স্মৃতির অ্যালাবাম থেকে ছবিপোষ্ট, ফেলে আসা দিনগুলোতে একসাথের স্মৃতি রোমন্থন, সমবেদনা প্রকাশ করেছেন।আপনজন, প্রিয়জন, স্নেহের, শ্রদ্ধার মানুষগুলোকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন যে মানুষটি, সেই বাবলু দা-কে নিয়ে কবিতা লিখেছেন কুমিল্লার বিশিষ্ট সনোলজিষ্ট ও সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের পরিচিত মুখ ডা. মল্লিকা বিশ্বাস।‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগের আয়োজনে চিরকুমার সমিতির সভাপতি প্রয়াত প্রদীপ কুমার পাল ওরফে বাবলু পাল স্মরণে ডা. মল্লিকা বিশ্বাসের কবিতাটি প্রকাশ করা হলো-
(বাবলুদা’ স্মরণে)
বাবলুদা’,
এই কবিতাটি পত্রিকায়
ছাপা হলে
আপনি আর ফোন করে
বলবেন না,
“বৌদি, কোটি কোটি
নমস্কার আর অভিনন্দন।
খুব ভালো লিখেছেন।
পত্রিকার কপি নিয়ে আসছি।”
কাগজে ছাপা আামার
কবিতার
প্রথম পাঠক বাবলুদা।
আমাদের সুখে দুঃখে,
হাসি-কান্নায়,
আনন্দ-বেদনায়, উৎসবে-
শ্মশানে
সর্বত্র সঙ্গী সখা আমাদের
বাবলুদা।
এই প্রাচীন শহরের
সকলের
নিঃস্বার্থ সুহৃদ, পরমাত্মীয়
ভালোবাসা, মমতা আর
মানবতার
আলোয় উদ্ভাসিত –
প্রদীপ পাল
আমাদের বাবলুদা।
আমার সন্তানদের
‘বাবলুদা’ আঙ্কেল।’
বাবলুদা’ প্রদীপ –
নিজে জ্বলে সবাইকে
করেছেন আলোকিত।
বাবলুদা আনন্দ কুসুম –
নিজের অন্তরের সৌন্দর্য
আর সুবাসে
আপন পর সবাইকে
করেছেন আমোদিত।
বাবলুদা’,
আকাশে ক্ষয়িষ্ণু চাঁদ
বিষন্ন এ-শহর
আপনার শোকে
শোকাভিভূত
কুমিল্লার জনপদ।
বাবলুদা সন্ন্যাসী রাজা
তিনি পেয়েছেন
কুমিল্লাবাসীর
অকৃত্রিম ভালোবাসা।
প্রিয় বন্ধু, প্রিয় ভাই
সর্বদা যার প্রসারিত ছিল
হাত
তিনি বাবলুদা প্রিয় সখা
শ্মশানের ভোলানাথ।
হে সখা তুমি হয়ে গেলে
আজ ছবি,
প্রণমি তোমায়
সকলের সাথে আমি
তোমাদের কবি।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 7, 2020 6:57 pm by প্রতি সময়