সন্ত্রাসী হামলার শিকার রবিউল #
মাদক সরবরাহের কাজে রাজি না হওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে রবিউল আউয়াল নামের এক সিএনজি অটোরিকশা চালক। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে রবিউলের গলায় মারাত্মক জখম হয়।
এঘটনায় মঙ্গলবার রাতে ১২জনের নাম উল্লেখ করে কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানায় মামলা করেছেন শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত মুকবুল হোসেনের পুত্র রবিউল আউয়ালের স্ত্রী মর্জিনা বেগম।
দায়ের করা মামলার অভিযোগে উল্লেখ করা হয়, কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের আবু তাহেরের ছেলে ওয়াসিম (৩৫), শরীফুল ইসলাম (২৫), মহসিন (৩০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তারা সিএনজিচালক রবিউলকে মাদক সরবরাহের কাজে সহযোগিতার প্রস্তাব দিলে রবিউল তা প্রত্যাখান করে। এতে তারা রবিউলের ওপর ক্ষিপ্ত হয়।
এদিকে গত রবিবার ওয়াসিম, শরিফ, মহসিনের বেশ কিছু মাদকদ্রব্য ভারত থেকে আসার পথে কসবা থানা পুলিশ আটক করে। মাদকদ্রব্য আটক হওয়ার পেছনে সিএনজি চালক রবিউলের যোগসাজেশ রয়েছে বলে তারা এমন সন্দেহ করে।
ওইদিন বিকেল ৫টার দিকে রবিউল সিএনজি অটোরিকশা রাখার জন্য শশীদল ইউনিয়নের সালদা নদী রেলওয়ে স্টেশনের সড়কের কাছে গ্যারেজে যাওয়ার পথে শরিফ, ওয়াসিম, মহসিনসহ ১০/১২জন তার গতিরোধ করে দাঁড়ায় এবং সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে তাকে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করে।
এসময় তর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। খবর পেয়ে রবিউলের স্ত্রী মর্জিনা বেগমসহ স্বজনরাও ঘটনাস্থলে আসে। প্রথমে রবিউলকে ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এদিকে এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মঙ্গলবার রাতে মামলা দায়েরের পর বুধবার (১১ নভেম্বর) সকাল থেকেই আসামীরা মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন রবিউলের স্ত্রী মর্জিনা বেগম।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক আইনের আওয়তায় আনা হবে। আর মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 11, 2020 11:29 pm by প্রতি সময়