সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে আর সমাজের সকল অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়বার অঙ্গিকার নিয়ে এক হাতে গাছের চারা আরেক হাতে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও সমাজ সচেতনরা ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে।
কুমিল্লার বুড়িচংয়ে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত দেশব্যাপী আলোচিত সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মঙ্গলবার(১৭নভেম্বর)দুপুরে গাছের চারা বিতরণ ও বাল্যবিবাহ, ধর্ষন, মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করা হয়।
কুমিল্লার বুড়িচং থানা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ খান।
এসময় টিফিনের টাকায় কেনা গাছের চারা শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করেন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা করেন।
এরপর শিক্ষার্থীদের গাছের চারা হাতে দিয়ে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে সকল অন্যায় এবং মাদক ও ধর্ষণবিরোধী শপথ করে। তারা সব অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদকর্মী মোঃ জহিরুল হক বাবু, লাল সবুজ উন্নয়ন সংঘের কুমিল্লা জেলা সদস্য আরিফ হাসান প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল বলেন, আমরা প্রতি বছর টিফিনের টাকা বাঁচিয়ে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করি। বর্তমান সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও পরও ৫৫টি জেলায় এ পর্যন্ত প্রায় ৯০ হাজার ৩৫০ গাছের চারা বিতরণ করা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 17, 2020 7:08 pm by প্রতি সময়