বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা সব সময়ই উন্নয়নের পক্ষে।আমাদের দলই হলো উন্নয়নের দল, সৃজনশীলতার দল।আমরা কখনো কোনো নেগেটিভ রাজনীতি করি না।সব সময় পজিটিভ পলিটিকস করি।আমরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, কালোকে কালো বলি।সেটা বলতে গেলেই তাদের গায়ে লাগে।’
সোমবার (১৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘এ দেশের উন্নয়ন শুরুই হয়েছে বিএনপির সময়ে।উন্নয়ন বলতে গুটিকয়েক মানুষের উন্নয়ন নয়, উন্নয়ন বলতে সাধারণ জনগণের উন্নয়ন।উন্নয়নের ভিত্তি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, সেই ভিত্তির ওপরই এখন উন্নয়ন হচ্ছে।আজকে যে রেমিট্যান্স আসছে, গার্মেন্টস শিল্প, কৃষি বিপ্লব সবই জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল।’
তিনি বলেন, ‘ব্রিজ নির্মাণ, রাস্তা নির্মাণ এটাও উন্নয়ন; তবে সবচেয়ে বড় বিষয় হলো- সাধারণ মানুষের কতটুকু উন্নয়ন হলো সেটা। তাদের জীবনযাত্রার মান কতটা পরিবর্তন হয়েছে। আজ দারিদ্র্যের হার কি কমেছে? সাধারণ মানুষ কি সুবিধাগুলো বেশি পাচ্ছে? তারা কি চিকিৎসা সুবিধা পাচ্ছে?’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে চিকিৎসা ব্যবস্থার অবস্থা ভয়াবহ। সরকারি হাসপাতালে গেলে দেখবেন, কোনো রকমের চিকিৎসার সুযোগ নেই। টাকা থাকলে চিকিৎসা পাবেন, না হলে পাবেন না। শিক্ষার অবস্থা কোথায় দাঁড়িয়েছে সেটা সবাই জানেন।পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে, টাকা পাচার হচ্ছে। তার সঙ্গে আমলারাও জড়িত। কিন্তু প্রকাশ হচ্ছে না। আজকে কোন সেক্টর ভালো আছে?’
(জাগো নিউজ ২৪ অবলম্বনে)
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 14, 2020 10:25 pm by প্রতি সময়