ডাকাতি করার সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিচ্ছিল তিন ডাকাত।কিন্তু এর আগেই পুলিশের অভিযানে ডাকাতির সরঞ্জাম ও মাইক্রোবাসসহ আটক হয় তিন ডাকাত।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুমিল্লার বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ নিমসার-কংশনগর বাজার সড়কের পশ্চিম সিংহ গ্রামীণ টাওয়ারের সামনে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও দেশিয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে।
আটককৃত ডাকাতরা হল- কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর সমেষপুর গ্রামের শরীফ মিয়ার ছেলে নাজমুল হাসান (১৯), কুমিল্লার আদর্শ সদর উপজেলার শংকরপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. শাকিল (২০), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকারা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে সালাহ উদ্দিন (২০)।
বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে শনিবার (২৬ ডিসেম্বর) অস্ত্র ও ডাকাতি মামলা দায়ের করা হয়েছে এবং একইদিনে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ রাত্রিকালিন টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সংঘবদ্ধ ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।এসময় বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হকের নেতৃত্বে দেবপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আজিজুল বারি নয়ন, এসআই ডালিম কুমার মজুমদার, এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নিমসার-কংশনগর বাজার সড়কের পশ্চিম সিংহ গ্রামীণ টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে একটি মাইক্রোবাস ও রাম দা, লোহার পাইপ, রড়সহ বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করে।
Last Updated on December 26, 2020 6:59 pm by প্রতি সময়