বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে জামাল মিয়ার একমাত্র বসত ঘর।আগুনে ঘরে রক্ষিত নগদ টাকাসহ সবকিছুই পুড়ে গেছে।
কুমিল্লার বুড়িচং উপজেলার শাহদৌলতপুর গ্রামে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে বাদশা মিয়ার বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামে বাদশা মিয়ার বাড়ির জামাল মিয়ার বসত ঘরে মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।পাশাপাশি কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ জামাল মিয়ার ছেলে ইমন জানান,আমরা ঘুমে ছিলাম হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙ্গলে দেখি পুরো ঘরে আগুন। এসময় আমরা ঘর থেকে বের হয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জামাল মিয়া বলেন, ‘আমি ক্যান্টবোর্ডে নাইটগার্ডের চাকুরী করি। প্রতিদিনের মত গত মঙ্গলবার রাতেও আমি কর্মস্থলে চলে যাই। এসময় আমার স্ত্রী ও তিন ছেলে ঘরে ঘুমাচ্ছিল। আগুনে ঘরে রক্ষিত বেশ কিছু টাকা এবং মূল্যবান সবকিছুই পুড়ে গেছে। আগুনে আমার মাথা গোঁজার আর ঠাঁই রইলো না। সব শেষ হয়ে গেছে।’
Last Updated on December 30, 2020 7:26 pm by প্রতি সময়