দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে , বাড়ছে মৃত্যুও। আর এ আতঙ্কের মাঝেও সুখবর এলো বাংলাদেশে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি এ ভাইরাসকে হারিয়ে ঘরে ফিরেছেন চার হাজার ৯১০ জন করোনাজয়ী। আর এদের যোগফলে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ তিন হাজার ২২৭ জনে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের প্রাণ গেল করোনাভাইরাসে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪২৪ জনে। আক্রান্ত হয়েছে তিন হাজার ১৬৩ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯০ হাজার ৫৭ জনে।
Last Updated on July 14, 2020 10:42 am by প্রতি সময়