অতিরিক্ত মদ পানের কারণে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের বাবুল হোসেন (৩২) নামে এক সিএনজি অটোরিকশা চালক মারা গেছেন।সে শিদলাই ৫ নং ওয়ার্ডের মৃত হোসেন মিয়ার ছেলে।
পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশা চালানো শেষে প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে বাড়িতে আসে বাবুল হোসেন। সে প্রায় সময়ই মদ পান করতো। বাড়িতে আসার পর থেকেই সে বমি শুরু করে অজ্ঞান হয়ে পড়ে । পরে তাকে অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাবুল হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে মারা যায়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, নিহত বাবুলের ভাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত মদ পানের তার মৃত্যু ঘটতে পারে। ময়না তদন্তের জন্য তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর কারন।
Last Updated on January 13, 2021 9:57 pm by প্রতি সময়