এমন বীরকর্মী ও স্বপ্নবাজ তারুণ্য-যে উদ্যমী হয়ে ওঠে দৃপ্ত প্রত্যয়ে।তার নাম নাইম ইউসুফ সেইন।কুমিল্লার তারুণ্যের অহংকার। কম বয়সে বিপুল ভোটে নির্বাচিত হয়ে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার মেয়রের দায়িত্ব নেন তিনি।প্রায় ৫ বছরে এ পৌরসভাকে একটি উন্নত পৌরসভায় পরিণত করেন তরুণ মেয়র নাইম ইউসুফ সেইন।কেবল মেয়রের দায়িত্বই নয়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদকের দায়িত্বও পেয়েছেন এ তরুণ রাজনীতিক।তার প্রতিটি কর্মে তিনি প্রতিনিয়ত জ¦লে উঠেছেন আপন শক্তিতে।আর এমন তারুণ্যকেই আসন্ন দাউদকান্দি পৌর নির্বাচনে আবারো মনোনয়ন দিল আওয়ামী লীগ।
বুধবার (১৩জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের তথা নৌকার চূড়ান্ত প্রার্থী হিসেবে দাউদকান্দির বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইনকে মনোনয়ন দেয়া হয়।
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দাউদকান্দি পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বার আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পোওয়ার খবরে দাউদকান্দি পৌর আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সমর্থকরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
দ্বিতীয়বার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার অনুভূতি ব্যক্ত করে মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, ‘মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করছি।সেই সাথে আওয়ামী লীগের সভাপতি জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,আমাকে নৌকা প্রতীক নিয়ে আরেকবার নির্বাচনে অংশগ্রহণ ও সেবক হিসেবে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। আমি বিশ্বাস করি দাউদকান্দি পৌরবাসী বিগত সময়ের কাজের মূল্যায়ন করে আমাকে আবারো নির্বাচিত করবেন।’
উল্লেখ্য, তফসিল অনুযায়ী পৌরসভা মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি রবিবার, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি মঙ্গলবার এবং প্রার্থীতা প্রত্যাহার ২৬ জানুয়ারি মঙ্গলবার।ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি রবিবার।
Last Updated on January 14, 2021 7:27 pm by প্রতি সময়