আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘এ জয় বঙ্গবন্ধুর জয়, এ জয় শেখ হাসিনার জয়, এ জয় ওবায়দুল কাদেরের জয়, এ জয় বসুরহাট পৌরবাসীর জয়। আমি এ জয় আমার দলের প্রতিটি নেতাকর্মীর মাঝে উৎসর্গ করে দিলাম।দলমত নির্বিশেষে বসুরহাট পৌরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
শনিবার (১৬ জানুয়ারি) বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আবদুল কাদের মির্জা।তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিজিবি, র্যাবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সুষ্ঠু ভোট করার জন্য।জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে পৌরবাসীকে যে ওয়াদা দিয়েছি, তা পূরণ করব।আমি ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞ, আমি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ, তারা সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছেন।’
বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা ৯টি কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৭৩৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ৭৭৮ ভোট।
নির্বাচিত কাউন্সিলররা হলেন- ১নং ওয়ার্ডে সাইফুর রহমান সোহাগ (আওয়ামী লীগ সমর্থিত), ২নং ওয়ার্ডে আবুল হোসেন আরজু (আওয়ামী লীগ সমর্থিত), ৩নং ওয়ার্ডে নুর হোসাইন ফরহাদ (আওয়ামী লীগ সমর্থিত), ৪নং ওয়ার্ডে মাজহারুল হক তৌহিদ (বিএনপি সমর্থিত), ৫নং ওয়ার্ডে হারুন-অর-রশিদ শাহেদ (স্বতন্ত্র), ৬নং ওয়ার্ডে জসীম উদ্দিন তালুকদার (আওয়ামী লীগের বিদ্রাহী প্রার্থী), ৭নং ওয়ার্ডে মো. রাসেল (আওয়ামী লীগ সমর্থিত), ৮নং ওয়ার্ডে নুর নবী সবুজ (বিএনপি সমর্থিত) ও ৯নং ওয়ার্ডে এবিএম ছিদ্দিক (আওয়ামী লীগ সমর্থিত)।
শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা রবিউল আলম।
নোয়াখালীতে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে বসুরহাট পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যাপক ভোটারের উপস্থিতিতে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।
সকাল সাড়ে ৮টার দিকে ১নং কেন্দ্র উদয়ন প্রিক্যাডেট একাডেমি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী, সকাল ৯টার দিকে ৫নং বসুরহাট এএইচসি কেন্দ্রে বিএনপি প্রার্থী ও ৮নং বসুরহাট ইসলামিয়া সিনিয়র মাদরাসা কেন্দ্রে নিজেদের ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
Last Updated on January 16, 2021 11:22 pm by প্রতি সময়