গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর মহানগরীর নাগরিকদের বিনামুল্যে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। টিকা (ভ্যাকসিন) যখন দেয়া শুরু হবে তখন কোন লোককে এ ব্যাপারে কেউ কোন টাকা দেবেন না।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) গাজীপুর মহানগরীর গাছা এলাকায় করোনার টিকা (ভ্যাকসিন) সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে আয়োজিত পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মেয়র জাহাঙ্গীর আলম আরো বলেন, এরই মধ্যে করোনার টিকা দেয়ার তালিকা প্রনয়ন কাজ শুরু হয়েছে। তালিকা প্রনয়ন করতে বুধবার থেকে সিটির স্বাস্হ্য অফিস ২৪ ঘন্টা খোলা থাকবে। প্রাথমিক ভাবে১৫ টি ক্যাটাগরিতে এবং গুরুত্বপূর্ণ পেশার লোকজনকে এবং পরে সকল নাগরিককে বিনামুল্যে করোনার টিকা দেয়া হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন-গাজীপুর সিটি কপোরেশনের প্রধান নিবাহী মো. আমিনুল ইসমাম, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খাইরুজজামান, গাজীপুর মহানগরী পুলিশের উপ কমিশনার জাকির হাসানসহ নগরীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
Last Updated on January 19, 2021 6:18 pm by প্রতি সময়