কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্যের উপকমিটি অনুমোদন দেন।কমিটিতে অধ্যাপিকা সুলতানা শফিকে চেয়ারম্যান ও মেহের আফরোজ চুমকি এমপিকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটিতে সদস্য নির্বাচিত হন হেলেনা জাহাঙ্গীর।
আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় গণমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে হেলেনা জাহাঙ্গীর বলেন,আওয়ামী লীগের সভাপতি, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সদস্য করার জন্য। ইনশাল্লাহ একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে যে মূল্যায়ন করা হয়েছে আমি এ মূল্যায়ন রক্ষা করবো। দলের জন্য আরো নিবেদিত হয়ে কাজ করবো।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মহিলা বিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা সুলতানা শফি ও সদস্য সচিব মেহের আফরোজ চুমকি এমপির প্রতিও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে হেলেনা জাহাঙ্গীর বলেন, মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য হওয়া অবশ্যই আনন্দের। আশা করি আমি নিজের দায়িত্ব যথাযথ পালন করতে পারবো।
Last Updated on January 20, 2021 7:21 pm by প্রতি সময়