মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে এক অভিনয় শিল্পীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় ওই অভিনয় শিল্পীকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে।গ্রেফতাররা হচ্ছেন-জাহাঙ্গীর আলম ও তার সহযোগী সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন ও শাহাবুল।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারদের গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, গত ৩১ জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে ওই অভিনয় শিল্পীকে কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় ডেকে নেন।পরে মডেলিংয়ের শুটিংয়ের বদলে একটি ঘরে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্তরা। মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে রাতেই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
Last Updated on February 3, 2021 5:49 pm by প্রতি সময়