প্রার্থীদের প্রচার-প্রচারণা,গণসংযোগ আর উঠান বৈঠকে জমে উঠেছে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার নির্বাচনী পরিবেশ। আগামী ১৪ ফেব্রুয়ারি রবিবার চতুর্থ ধাপে দাউদকান্দিসহ দেশের ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
দাউদকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ,উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করছেন। উঠান বৈঠকে নারী ও পুরুষ ভোটারদের সঙ্গে তিনি সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন।
সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে গণসংযোগ ও উঠান বৈঠক।এসব উঠান বৈঠকে মেয়র প্রার্থী নাইম ইউসুফ সেইন নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।তিনি মেয়র পদে আবারও নির্বাচিত হলে ধাপে ধাপে এ সব সমস্যার সমাধান করবেন বলে পৌর নাগরিকদের আশ্বস্থ করছেন।
রবিবার (৭ ফেব্রিরুয়ারি) বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডে গণসংযোগকালে পথসভা ও উঠান বৈঠকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাইম ইউসুফ সেইন বলেন,উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন,উন্নয়ন বুঝে নিন।মেয়র থাকাকালীন সময়ে গত পাঁচ বছরে প্রায় শত কোটি টাকার অবকাঠামো উন্নয়ন হয়েছে পৌরসভায়,যা আপনাদের চোখের সামনে দৃশ্যমান।বিজয়ী হলে দাউদকান্দি পৌরসভাকে উন্নয়নের মাধ্যমে প্রথম শ্রেণীতে উন্নীত করে মডেল পৌরসভায় রূপান্তরিত করার চেষ্টা করব।তাই ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের স্নেহ-ভালোবাসা,দোয়া,ভোট ও সহযোগিতা কামনা করছি।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন,কুমিল্লা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসু দেব ঘোষ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী,ইউপি চেয়ারম্যান আবুল হাশেম সরকার,উপজেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদ,যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন সহ যুবলীগ,ছাত্রলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ।
Last Updated on February 7, 2021 7:14 pm by প্রতি সময়