ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহ উদ্দিন আহমেদ মুক্তির নামে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু বলেন,চাকরি দেয়ার নামে ৩৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জাপার সাবেক এমপির বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ ২নং আমলি আদালতের বিচারক হাফিজ আল আসাদের কাছে মামলাটি করেন মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহাজাহান সরকার। মামলাটি আদালত গ্রহণ করেছেন। মামলায় ৫জন স্বাক্ষী রয়েছেন।
সূত্র জানায়, জাতীয় পার্টির সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর তার নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন লোকজনকে সরকারি দফতরে চাকরি দেয়ার কথা বলেন। এক কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু পরবর্তীতে কেউ চাকরি পাননি এবং সেই টাকা ফেরতও দেননি সাবেক এই এমপি। পরে প্রতারণার শিকার শাহাজাহান সরকারসহ ছয়জন ৩৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেয়ার দাবি করে ময়মনসিংহের আদালতে মামলার আবেদন করেন।
এ বিষয়ে মামলার বাদী শাহাজাহান সরকার জানান, তার নাতিকে কাঠবৌলা বাজার ফাজিল মাদরাসায় চাকরি দেয়ার নামে সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি তার কাছ থেকে ৫ লাখ টাকা নেয়। কিন্তু চাকরি দিতে না পেরে টাকা দিচ্ছে না। বিভিন্ন তালবাহানা করে ঘুরাচ্ছে। কোনো উপায় না পেয়ে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।
জানা যায়, আরেক ভুক্তভোগী তানিয়া বেগমের কাছ থেকেও চাকরি দেবার নাম করে ১২ লাখ টাকা নেন সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি। কিন্তু চাকরি হয়নি। ভুক্তভোগী ওই নারীও আইনের আশ্রয় নিয়েছেন।
Last Updated on February 15, 2021 11:06 pm by প্রতি সময়