দুই হাজার পিছ ইয়াবাসহ আবুল কালাম (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে কুমিল্লার মুরাদনগরে বাঙ্গরাবাজার থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আমিননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গেফতারকৃত আবুল কালাম উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন আমিন নগর গ্রামের মৃত ফিরুজ মিয়ার ছেলে।
জানা যায়, ইয়াবার বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমিননগর এলাকায় আবুল কালামের বাড়িতে ঘেরাও করে এসআই কৃষ্ণ মোহন, এএসআই হুমায়ুন ও এএসআই মনিরের প্রচেষ্টায় অভিযান পরিচালনা করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে আবুল কালামকে গ্রেফতার করে বাঙ্গরাবাজার থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাঙ্গরাবাজার থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার ফারুক আহম্মেদ’র সার্বিক নির্দেশনা মোতাবেক কুমিল্লা থেকে মাদক নির্মূলের অংশ হিসেবে বাঙ্গরাবাজার থানা পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Last Updated on February 16, 2021 11:34 pm by প্রতি সময়