মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। আর এই ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা ব্যবহার করে বাংলায় সাইনবোর্ড, নামফলক নিশ্চিত করতে রাজধানীর রামপুরা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম।
অভিযানের শুরুতে একটি রেস্টুরেন্টের নামফলকে বাংলা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একদিনের মধ্যে নামফলক বাংলায় লেখার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাংবাদিকদের জানান, সাইনবোর্ড ও নামফলকে বাংলা ভাষা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। রামপুরাসহ ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে।
তিনি জানান, আজ দিনব্যাপী এই অভিযান চলবে।এর আগে গণবিজ্ঞপ্তি দিয়ে ডিএনসিসি এলাকার সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, ব্যানার বাংলায় লেখার নির্দেশনা দেয়া হয়েছিল।
ভ্রাম্যমান আদালতের এধরণের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন রাজধানীর সচেতন নাগরিকরা। তাদের মতে কেবল সাইনবোর্ড, নামফলক নয়, সর্বস্তরে বাংলাভাষার ব্যবহার নিশ্চিত করা হোক।
Last Updated on February 18, 2021 4:19 pm by প্রতি সময়