শিক্ষা,শিল্প,সাহিত্য মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়। অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। সপ্তাহের শনিবার ও মঙ্গলবারের আয়োজনে আজকে শিক্ষা-সাহিত্য বিভাগে প্রকাশ করা হল অমর একুশে ফেব্রুয়ারি স্মরণে ডা. মল্লিকা বিশ্বাসের কবিতা ‘একুশ মানে’। জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ-কুমিল্লা শাখার সভাপতি ডা. মল্লিকা বিশ্বাসের অবসর কাটে কখনো কবিতা লিখে, কখনো গান, কখনো গাছ-গাছালির পরিচর্যা, কখনোবা ভিন্ন স্বাদের রেসিপি তৈরিতে।
একুশ মানে
একুশ মানে দৃপ্ত মিছিল স্পর্ধিত যৌবন
একুশ মানে আগুন রাঙ্গা
শিমুল পলাশের বন।
একুশ মানে প্রথম প্রতিবাদী শহীদ ধীরেন্দ্রনাথ।
একুশ মানে কবি নজরুল,
জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথ।
একুশ মানে রফিক,
শফিক, সালাম,জব্বার
একুশ মানে মায়ের ভাষার অধিকার
তোমার আমার সব্বার।
একুশ মোদের বুঝতে শেখায় পরাধীনতার ব্যথা
একুশ মোদের ভাবতে শেখায় স্বাধীনতার কথা।
স্বাধীনতায় একুশ আছে বিজয়েতেও একুশ।
বায়ান্নতেও একুশ ছিল একাত্তরেও একুশ।
একুশ মানে ভাষার জন্য রক্ত দেয়ার সাহস
একুশ শুধু বাংলার নয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম ( protisomoy.com) এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ
Last Updated on February 20, 2021 12:13 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...