স্পেন পাঠানোর কথা বলে মরক্কোর একটি শহরে আটকে রেখে দেশে দফায় দফায় মুক্তিপণ আদায়ের ঘটনায় মানব পাচারকারি চক্রের সদস্য এবং ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আবু হানিফ ওরফে মাসুদকে (৪০) গ্রেফতার করেছে নোয়াখালীর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (৩ মার্চ) দুপুরে নোয়াখালী সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো. আবু হানিফ ওরফে মাসুদ বেগমগঞ্জের ২ নম্বর গোপালপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের বসন্তের বাগ এলাকার বাসিন্দা।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদ জানান, বেগমগঞ্জের পশ্চিম একলাশপুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সাবিনা আক্তার নুপুরের দায়ের করা মানব পাচার ও মুক্তিপণ আদায় মামালার প্রধান আসামি মাসুদকে গতকাল মঙ্গলবার (২মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের বাংলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী সাবিনা আক্তার নুপুর জানান, তার স্বামী আলাউদ্দিনকে স্পেন পাঠানোর কথা বলে ২০১৯ সালের ২০ মার্চ মাসুদ ও তার সহযোগীরা প্রথমে দুবাই পাঠায়। সেখান থেকে মরক্কোর নাদোর শহরে জিম্মি করে রাখে। এরপর তার স্বামীকে নির্যাতন করে দেশে থেকে দফায় দফায় মুক্তিপণ আদায় করে আসছেন তারা। মানব পাচারকারী মাসুদ ও তার ভাই আবদুল ওয়াদুদ এ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু তার স্বামী আলাউদ্দিনকে এখনো মুক্তি দিচ্ছেনা। পরে কোন উপায় খুঁজে না পেয়ে তিনি মামলা করেন।
Last Updated on March 3, 2021 9:07 pm by প্রতি সময়