সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী দাবী করেছেন নোয়াখালী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, তাদের মধ্যে কোনো বিভেদ নেই। শনিবার (৬ মার্চ) বিকেলে তিনি এ দাবি করেন।
এমপি একরামুল করিম চৌধুরী ফেসবুক লাইভে এসে বলেন, ‘কোনো ব্যক্তি বিশেষ লাইভে এসে কিছু বললেই আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে, এটা সেই আওয়ামী লীগ না। আপনারা যারা মুজিব প্রেমী, যারা শেখ হাসিনার সৈনিক তাদের প্রতি অনুরোধ করবো আগামীকাল ৭ মার্চ নোয়াখালীর সোনাপুর কলেজ মাঠে জনসভায় যোগ দিবেন। জনসভায় এসে বঙ্গবন্ধুর আওয়াজ শুনবেন। বঙ্গবন্ধু কি বলতে চেয়েছিলো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই বক্তৃতায় মধ্যে কি এমন জাদু ছিলো, যে জাদুতে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো।’
ফেসবুক লাইভে এমপি একরামুল করিম চৌধুরী আরও বলেন, ‘আমরা একটু বুঝিয়ে দিতে চাই, আমরা নোয়াখালী আওয়ামী লীগ এক ও অভিন্ন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কোনো ব্যক্তি বিশেষের জন্য আওয়ামী লীগ না।’
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on March 6, 2021 7:26 pm by প্রতি সময়