এমনি এক করুণ পরিণতির শিকার হয়েছে এক কিশোর। বেপোরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটেছে আসিফ নামে এক কিশোরের।আর গুরুতর আহত হয়েছে তার মোটরসাইকেলের পেছনে বসা মারজানা নামের এক কিশোরী।
শুক্রবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা পারকি বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পারকি বিচের দিকে যাচ্ছিলেন ওই কিশোর কিশোরী। হঠাৎ এক পথচারীকে দেখে মোটরসাইকেলের চালক আসিফ নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান আসিফ। আর আহত হন তার সাথে পেছনে বসা কিশোরী মারজানা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আসিফ নামে এক কিশোর নিহত হওয়ার বিষয়টি শুনেছি। ঘটনার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
Last Updated on March 19, 2021 10:18 pm by প্রতি সময়