সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগর উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ডাকাতদলের সদস্য আটক : লুন্ঠিত স্বর্ণসহ পিস্তলের গুলি, ম্যাগজিন দেশীয় অস্ত্র উদ্ধার  আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী কুমিল্লায় ছাত্র-জনতার গণধোলাইয়ের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পুলিশে সোপর্দ  চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুমন সম্পাদক তুষার কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরন মুরাদনগরে অবৈধ ইটভাটায় অভিযান : লাখ টাকা জরিমানা, চিমনি ধবংস কুমিল্লায় শেখ মুজিবের ম্যুরালের অস্তিত্ব মাটিতে মিশিয়েছে ছাত্র-জনতা অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না : ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লায় চাচার টেঁটার আঘাতে ভাতিজিবিদ্ধ যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা চৌদ্দগ্রামে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু দাউদকান্দিতে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আটক পরকীয়ায় প্রাণ গেলো প্রেমিকের, প্রেমিকা আটক বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটি ঘোষণা নিহত তৌহিদের পরিবার সাক্ষাত করলেন জিওসি’র সঙ্গে চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা তৌহিদের স্ত্রী অলি আওলিয়ার এদেশে মাজার-খানকাহ রক্ষা করতে হবে : শাহসূফি মো. আলমগীর খান আল-মাইজভান্ডারী

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মুলহোতাসহ ২৪ সদস্য গ্রেফতার

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৭০ দেখা হয়েছে

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর একটি টিম কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের মূল হোতাসহ ২৪জনকে গ্রেফতার করেছে।

 

সোমবার (৬ মার্চ) সকালে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি টিম ছায়াতদন্ত শুরু এবং দালাল চক্রকে হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।পরে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সারাদিন কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের ২৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।

 

এ সময় দালাল চক্রের কাচ থেকে ২০টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লীপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র কার্ড, ১টি মোবাইল সেট, ৭টি বিভিন্ন সীল, ১টি প্যাড, নগদ ৪৩ হাজার টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের শাকিল আহম্মেদ সুজন, কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার মোঃ শাহাদাত হোসেন, নোয়াপাড়া গ্রামের মোঃ শরীফ, মোঃ মাসুক, মোঃ লিকন খান, ডালিম সরকার, মোঃ ইরফান, মোঃ শওকত আলী, মোঃ ওজায়ের হোসেন সাকিব, নতুন চৌধুরী পাড়ার মোঃ দেলোয়ার হোসেন রোমান, ছোটরা গ্রামের মোঃ মাজহারুল ইসলাম,কুমিল্লা সদরের মোঃ শাফি, মোঃ তুহিন, কালিকাপুর গ্রামের মোঃ আব্দুল কাইয়ুম, মুড়াপাড়া গ্রামের ইশান আহম্মেদ রাব্বি।

 

এছাড়াও গ্রেফতারের তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগর থানার কুরুইল গ্রামের আব্দুর রহিম, কুমিল্লা বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, পয়াত গ্রামের আব্দুল হান্নান বাবুল, হাছিবুল হাসান জিমি, শিকারপুর তানজিদ হাসান, কুমিল্লার দেবিদ্বার থানার ওয়াহেদপুর গ্রামের মোঃ ইমরুল হাসান এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মগধারা গ্রামের মুজিবুর রহমান ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ব্রীজপাড়া গ্রামের মোঃ রুহুল আমিন রুবেল।

 

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Last Updated on March 6, 2023 3:26 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102