# স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে" />
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ছিলেন এবং বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের জানান, কুমিল্লা-৫ আসন (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।
আবু জাহের বলেন, মঙ্গলবার রাত ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসক পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন। বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবো।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে ও বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের পাশে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। আমি আসন্ন দ্বাদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।
Last Updated on November 29, 2023 7:57 pm by প্রতি সময়