শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অপারেটর না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন তিন মাস বন্ধ

রায়হান চৌধুরী, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৫০ দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন তিন মাস ধরে বন্ধ। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২০ সালে এক্স-রে মেশিনটি দেয় স্বাস্থ্য বিভাগ। সেটি দিয়েই চলছিল চিকিৎসাসেবা। এ বছরের জুন মাসের ৫ তারিখ এক্স-রে মেশিনের অপারেটর ইউনুস অবসরে যান। ফলে গত প্রায় তিন মাস মেশিনটি বন্ধ।

 

রবিবার ৫০ শষ্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে দেড় শতাধিক রোগী ভিড় করে আছে। এদের ৪০ থেকে ৫০ জনকে অন্যান্য পরীক্ষার সঙ্গে এক্স-রে করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

 

মুরাদনগর সদরের বাসিন্দা নূরু মিয়ার ছেলে রুবেল বলেন, রবিবার দুপুরে (গতকাল) অটোরিকশা অ‍্যাক্সিডেন্ট করে মুরাদনগর হাসপাতালে গেলে ডাক্তার আমাকে এক্স-রে করতে বলে। গিয়ে দেখি এক্স-রে কক্ষ বন্ধ। তাই হাসপাতালের সামনে একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ৪শ টাকা দিয়ে এক্স-রে করাই। রির্পোটে আসে আমার কোনো হাড় ভাঙ্গে নাই। কিন্তু অসম্ভব রকমের ব্যাথা হওয়ার কারণে ডাক্তার আমাকে কুমিল্লা জেলা সদরে প্রেরণ করেন। জেলা হাসপাতালে গিয়ে এক্স-রে করালে সেই রির্পোটে আসে আমার বুকের নয়টি হাড় ভেঙ্গে গেছে।

 

যাত্রাপুর গ্রাম থেকে আসা রোগী সোদন মিয়া বলেন, মেশিনের অপারেটর না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে থেকে আমার হাতের এক্স-রে করাতে হয়েছে। এতে ৫০০ টাকা খরচ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করাতে পারলে অনেক কম টাকা লাগতো। স্বাস্থ্য কমপ্লেক্স এক্স-রে করাতে ৫৫ টাকা লাগে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, ২০১৪ সাল থেকে ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন অপারেটর সপ্তাহে শনি, রবি, সোম এই তিনদিন এখানে এক্স-রে মেশিন অপারেট করতেন। গত জুন মাসে তিনি এলপিআরে চলে যান। বিষয়টি আমি জেলা সিভিল সার্জন মহোদয়কে জানালে তিনি দেবিদ্বার উপজেলা থেকে একজন দিয়েছেন। তিনি সপ্তাহে সোম ও মঙ্গলবার এ দুইদিন এখানে সময় দিবেন।

 

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, এক্স-রে অপারেটর নিয়োগ প্রক্রিয়াধীন। আশা করি দ্রুতই সমস্যার সমাধান হবে।

Last Updated on August 28, 2023 9:43 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102