সোমবার, ২০ মে ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোমনার ব্যবসায়ী সাদেক হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ড দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভাইয়ের পক্ষে এমপির কলাকৌশল, ফেসবুকে প্রচারণার ছবি আনন্দমুখর পরিবেশে কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সভা ও নেতৃত্বের পালাবদল দেবিদ্বার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় মেঘনা গ্রুপের কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ ডিম ও মিষ্টির সন্ধান! আড়াই লক্ষাধিক টাকা জরিমানা চান্দিনায় বাল্য বিবাহ বন্ধ, মাদ্রাসা ছাত্রীর পিতাকে জরিমানা চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের বাস খাদে পড়ে পাঁচজন নিহত ধর্ম অবমাননার দায়ে কুবি ছাত্র স্বপ্নীল মুখার্জি সাময়িক বহিষ্কার মুরাদনগরে সরকারি ব্যবস্থাপনায় ধান ক্রয় শুরু দেবিদ্বারের ভিংলাবাড়ির আনোয়ারা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড কুমিল্লার রসুলপুরে রেলক্রসিংয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর বরুড়ার বই ও কসমেটিক্স ব্যবসায়ী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদন্ড স্বামীর কারাদণ্ড ইসলাম ধর্ম অবমাননা : স্বপ্নীল মুখার্জীকে বহিষ্কারের সুপারিশ, কুবি ক্যাম্পাসে মানববন্ধন আইফোন কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা ভোটগ্রহণে বাধা কেটেছে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ফিরোজ হোসেন কুবি শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের নতুন নেতৃত্বে সোহরাব-মুন্না বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা

অপারেটর না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন তিন মাস বন্ধ

রায়হান চৌধুরী, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৮১ দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন তিন মাস ধরে বন্ধ। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২০ সালে এক্স-রে মেশিনটি দেয় স্বাস্থ্য বিভাগ। সেটি দিয়েই চলছিল চিকিৎসাসেবা। এ বছরের জুন মাসের ৫ তারিখ এক্স-রে মেশিনের অপারেটর ইউনুস অবসরে যান। ফলে গত প্রায় তিন মাস মেশিনটি বন্ধ।

 

রবিবার ৫০ শষ্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে দেড় শতাধিক রোগী ভিড় করে আছে। এদের ৪০ থেকে ৫০ জনকে অন্যান্য পরীক্ষার সঙ্গে এক্স-রে করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

 

মুরাদনগর সদরের বাসিন্দা নূরু মিয়ার ছেলে রুবেল বলেন, রবিবার দুপুরে (গতকাল) অটোরিকশা অ‍্যাক্সিডেন্ট করে মুরাদনগর হাসপাতালে গেলে ডাক্তার আমাকে এক্স-রে করতে বলে। গিয়ে দেখি এক্স-রে কক্ষ বন্ধ। তাই হাসপাতালের সামনে একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ৪শ টাকা দিয়ে এক্স-রে করাই। রির্পোটে আসে আমার কোনো হাড় ভাঙ্গে নাই। কিন্তু অসম্ভব রকমের ব্যাথা হওয়ার কারণে ডাক্তার আমাকে কুমিল্লা জেলা সদরে প্রেরণ করেন। জেলা হাসপাতালে গিয়ে এক্স-রে করালে সেই রির্পোটে আসে আমার বুকের নয়টি হাড় ভেঙ্গে গেছে।

 

যাত্রাপুর গ্রাম থেকে আসা রোগী সোদন মিয়া বলেন, মেশিনের অপারেটর না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে থেকে আমার হাতের এক্স-রে করাতে হয়েছে। এতে ৫০০ টাকা খরচ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করাতে পারলে অনেক কম টাকা লাগতো। স্বাস্থ্য কমপ্লেক্স এক্স-রে করাতে ৫৫ টাকা লাগে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, ২০১৪ সাল থেকে ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন অপারেটর সপ্তাহে শনি, রবি, সোম এই তিনদিন এখানে এক্স-রে মেশিন অপারেট করতেন। গত জুন মাসে তিনি এলপিআরে চলে যান। বিষয়টি আমি জেলা সিভিল সার্জন মহোদয়কে জানালে তিনি দেবিদ্বার উপজেলা থেকে একজন দিয়েছেন। তিনি সপ্তাহে সোম ও মঙ্গলবার এ দুইদিন এখানে সময় দিবেন।

 

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, এক্স-রে অপারেটর নিয়োগ প্রক্রিয়াধীন। আশা করি দ্রুতই সমস্যার সমাধান হবে।

Last Updated on August 28, 2023 9:43 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102