বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাড়ছে গোমতী নদীর পানি, বন্যার আশঙ্কা মুরাদনগরে মা ও ছেলে-মেয়ে হত্যা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ৫ দিনের রিমান্ডে শাহপরান অবশেষে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

জীবনমুখী দক্ষতা কর্মজীবনে এনে দেয় সাফল্য

মো. ফারুকুল ইসলাম, প্রতিবেদক (শিক্ষা-সাহিত্য বিভাগ)
  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৫১৩ দেখা হয়েছে

কর্মজীবনকে টেকসই ও সাফল্যের চূড়ায় নেওয়ার জন্য থাকতে হবে কিছু জীবনমুখী দক্ষতা। আর এটি ছাত্র জীবনের প্রতিটি ধাপ থেকেই অর্জন করতে হবে। আর এ দক্ষতাই কর্মজীবনে সাফল্য অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। তুমি মনে রাখতে হবে আপনি যত রকমই দক্ষতা অর্জন করি, মানবিক দক্ষতা না থাকলে ক্যারিয়ারে সফল হওয়া কঠিন।

 

জীবনমুখী দক্ষতার চর্চা পেশাগত জীবনে খুব সহজেই সফলতা এনে দিতে পারে। এসব দক্ষতা অর্জন গুলোর মধ্যে রয়েছে –

যোগাযোগের দক্ষতাঃ
যে বিষয়ে পড়াশোনা করুন না কেন, আপনার মধ্যে যোগাযোগের দক্ষতা থাকা জরুরি। এর মধ্যে ভাষাগত দক্ষতা, লেখার দক্ষতা, নিজের বক্তব্য তুলে ধরার যোগ্যতা আয়ত্ত করতে হবে।

 

শোনার আগ্রহঃ
বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই খুব বেশি কথা বলার অভ্যাস পরিলক্ষিত হয়ে থাকে। কিন্তু কথা শুনতে চায় না। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার দক্ষতা বা লিসেনিং স্কিল চর্চা করা আমাদের জন্য অপরিহার্য।

 

শেখার আগ্রহঃ
আমাদের মনে রাখতে হবে জীবনে সবচেয়ে বড় সফট স্কিল হচ্ছে শেখার আগ্রহ থাকা এবং শিখে তা প্রয়োগের চেষ্টা করা। এ দক্ষতা অর্জন করতে পারলে কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

নেতৃত্বের বিকাশঃ
ছাত্র জীবনে কেবল রাজনৈতিক সংগঠন নয়, অন্যান্য সৃজনশীল সংগঠনের সাথে যুক্ত হয়েও নিজের মধ্যে নেতৃত্বের বিকাশ সৃষ্টি করা যায়। এছাড়াও নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নিজের নেতৃত্ব বিকাশের সক্ষমতা অর্জন করা যায়। এটি কর্মজীবনে যেকোনো ক্যারিয়ারেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতাকে বিকশিত করে।

 

ব্যক্তিগত দক্ষতাঃ
ব্যক্তিগত দক্ষতা বলতে সাধারণত ইমোশনাল ইন্টেলিজেন্স বা বুদ্ধিবৃত্তিক আবেগ, ব্যক্তি সচেতনতা, আবেগের নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস, উৎসাহ, সহানুভূতিশীল এবং বন্ধুত্বপূর্ণ এসবই বোঝায়। এধরনের দক্ষতা অর্জন কর্মজীবন তথা পারিপার্শ্বিক ক্ষেত্রে ইতিবাচক কিংবা নেতিবাচক পরিবেশে দুটোতেই নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাঃ
সঠিক সিদ্ধান্ত নিতে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সিদ্ধান্তহীনতায় ভোগী। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ জায়গায় যখন অধ্যায়ন করা হয়, তখন থেকেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে কর্মজীবনে সিদ্ধান্তহীনতা কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। সঠিক সিদ্ধান্ত নেওয়ার পূর্বশর্ত হচ্ছে আত্মবিশ্বাসে বলিয়ান হওয়া।

 

তথ্যপ্রযুক্তি জ্ঞানঃ
এযুগে টিকে থাকতে অবশ্যই তথ্যপ্রযুক্তি জ্ঞান ও বাস্তব জীবনে প্রয়োগ দক্ষতা থাকা খুবই জরুরি। এ দক্ষতা কর্মজীবনের প্রতিটি ধাপকে সামনের দিকে এগিয়ে নেবে।

 

পরিশেষে বলবো, আপনার অর্জিত জ্ঞান ও জীবনমুখী দক্ষতা কর্মজীবনে সাফল্য এবং পরিবার, সমাজ তথা দেশের একজন সম্মানিত নাগরিক হয়ে ওঠার প্রতিটি ধাপকে আলোকিত করে তুলবে।

লেখকঃ
সিনিয়র শিক্ষক
নজরুল মেমোরিয়াল একাডেমী, কুমিল্লা।

Last Updated on October 18, 2023 9:39 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!