বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মহাসড়কে ডাকাতি : মালয়েশিয়া প্রবাসী ফেনীর দাগনভূঞার বেলালের ৬ লাখ টাকার মালামাল লুট আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস মাহে রমজান ডা. তৃপ্তীশ ঘোষ ও মল্লিকা বিশ্বাসের তিন ভাষায় প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন

টেকসই কর্মজীবনের জন্য নিজেকে যোগ্য করার উপায় বের করতে হবে : কুবি উপাচার্য

তুষার ইমরান, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, কর্মজীবনে প্রবেশ করতে হলে যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করতে হবে। এজন্য প্রচুর পড়তে হবে। গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। লেখালেখি করতে হবে। ভাষা ব্যবহারে যত্নবান হতে হবে। তাই টেকসই কর্মজীবনের জন্য নিজেকে যোগ্য করার উপায় বের করতে হবে। বিশ্বায়নের দিকে নজর রাখতে হবে।

 

 

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

 

 

উপাচার্য এ এফ এম আবদুল মঈন আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করছে। বিভিন্ন র‌্যাংকিং এ এগিয়ে যাচ্ছে। আমরা এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করতে চাই। এটা করতে হলে শিক্ষক ও শিক্ষার্থীদের শৃঙ্খলা মেনে চলতে হবে। পড়াশোনা করতে হবে। গবেষণা ও জার্নালে লেখালেখি করতে হবে। দেশের ব্যাংকিং সেক্টর, আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে এখন চাকরির সুযোগ আছে। এই খাতে চাকরি করতে হলে মৌলিক ধারণা থাকতে হবে। আজকাল শুধু সার্টিফিকেট দিয়ে ,ভালো ফল করে চাকরি পাওয়া সম্ভব নয়। নিজেদের দক্ষ না করলে চাকরির বাজারে ক্যারিয়ার গঠন করা সম্ভব নয়।

 

 

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সুতপা চৌধুরীর সভাপতি তিনি সেমিনারে ‘ওয়ে টু কোয়ালিটি ইউরসেলফ ফর এ সাসটেনেবল ক্যারিয়ার’ বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পিন্টু কুমার দে ও আইডিএলসির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট শাখার ব্যবস্থাপক ফয়সাল হাসান।

 

সেমিনারে কো অডিনেটর ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা তমা সাহা। সেমিনারে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Last Updated on September 19, 2023 7:50 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102