# যে বেশি প্রযুক্তির সঠিক ব্যবহার জানে সে আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ : অধ্যক্ষ মহিউদ্দিন লিটন" />
বাংলাদেশ স্কাউট এর প্রশিক্ষণ বিভাগের পরিচালক ফারুক আহাম্মদ এলটি বলেছেন, শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে, সেবা দেওয়ার মানসিকতা সম্পন্ন দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লার লালমাইয়ে অনুষ্ঠিত ৩৪তম আইসিটি বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইসিটি বেসিক কোর্সের কোর্স লিডার মো. মোজাম্মেল হোসেন এলটির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন সিএএলটি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন তার বক্তব্যে বলেন, যার কাছে বেশি তথ্য রয়েছে ও যে বেশি প্রযুক্তির সঠিক ব্যবহার জানে, সে-ই আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ। শিক্ষার্থীদের যুক্তি ও প্রযুক্তির মাধ্যমে দেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করার জন্য স্কাউট শিক্ষকদের আইসিটি বেসিক কোর্স ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কোর্সের প্রশিক্ষক ও বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার মো. জামাল হোসেন, তাসলিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, তাহমিনা আক্তারসহ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
Last Updated on April 30, 2024 10:19 pm by প্রতি সময়