চাঁদপুরের কচুয়া উপজেলার ১০৩নং পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে দ্বিতীয় বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী মোহাম্মদ বজলুল গণি রাসেল মজুমদার ।
মঙ্গলবার (১৯ মার্চ) মঙ্গলবার বিদ্যালয়ে বিশেষ সাধারন সভায় ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
রাসেল মজুমদার বিদ্যালয়ের দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুনগত মান পরিবর্তনের মাধ্যমে উপজেলার মধ্যে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের রূপান্তরিত করেছেন। ইতিপূর্বে সভাপতি হিসেবে অগ্রগণ্য ভূমিকা রাখার ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকাবাসী তাকে পুনরায় সভাপতি পদে নির্বাচিত করেন।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ বজলুল গণি রাসেল মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক লাইব্রেরিয়ান মো. আব্দুল লতিফ মজুমদারের পুত্র।
দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে বজলুল গণি রাসেল বলেন আমার পরিবার অনেক আগ থেকেই এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন ও এলাকায় শিক্ষার মান উন্নয়নে কাজ করে আসছেন। এ ধারাবাহিকতা ধরে রাখতে আমিও কাজ করে যাচ্ছি। বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান বজায় রাখতে ব্যবস্থাপনা কমিটি আরো বেশি দায়িত্বের সঙ্গে কাজ করবে বলে আশা করি। বিদ্যালয়ের জায়গাটি আমাদের পূর্ব পুরুষরা দান করে গেছেন।
Last Updated on March 20, 2024 10:42 pm by প্রতি সময়