-ব্রাহ্মণপাড়া উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ উদ্বোধন" />
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু জাহের বলেছেন, স্কাউটিং আন্দোলন একটি প্রশিক্ষণ সেবামূলক আন্দোলন। এই কার্যক্রম সম্পসারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।
শিক্ষার্থীদের সুন্দর ও মাদকমুক্ত জীবন তৈরিতে স্কাউটিং অগ্রনী ভুমিকা পালন করছে।
বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্রাহ্মণপাড়া শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের চীফ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন -শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন,শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম ভুইয়া।
অনুষ্ঠানে ব্রাহ্মনপাড়া উপজেলা কাব ক্যাম্পুরী ও সমাবেশ সফলভাবে সমাপ্ত করার জন্য ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু জাহের নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন।
কাব ক্যাম্পুরি প্রোগ্রাম চীফ আজাহারুল করিম এএলটি পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্কাউটের সম্পাদক ও শিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম দুলাল, উপজেলা স্কাউটস এর যুগ্ন সম্পাদক ও সাজঘর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক প্রমুখ।
ব্রাহ্মণপাড়া উপজেলার ২৪ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০ কাব স্কাউট ইউনিট, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে ২৪টি স্কাউট ইউনিট ৪দিনব্যাপি কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশে তিনশতাধিক কর্মকর্তা, স্কাউট শিক্ষক, স্কাউট ও কাব স্কাউট সদস্য অংগ্রহন করে।
Last Updated on March 16, 2023 10:47 pm by প্রতি সময়