মানুষের শখের সীমানার কোন ব্যপ্তি নেই। প্রবাদ আছে শখের তোলা আশি টাকা। আর সেই শখ পূরণ ও পরিবারকে খুশি করতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ফ্রান্স থেকে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পরে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে কুমিল্লার তিতাস উপজেলায় নিজ গ্রামের মাঠে অবতরণ করেন।
এ সময় ফ্রান্স প্রবাসী দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। ওই দুই প্রবাসীর নাম বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ। তারা উপজেলার দ্বিতীয় সাতানী গ্রামের মো. জায়েদ মোল্লার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১৩ বছর আগে দুই ভাই ফ্রান্সে পাড়ি জমান। এর আগে কয়েকবার বাড়িতেও এসেছেন তারা। কিন্তু এবার হেলিকপ্টারে করে বাড়ি আসলেন। গ্রামের উৎসুক মানুষ হেলিকপ্টার দেখতে বেশ ভিড় জমিয়েছে।
ফ্রান্স প্রবাসী বিল্লাল হোসেন জানান, আমরা দুই ভাই দীর্ঘদিন ফ্রান্সে আছি। পরিবারের ইচ্ছার কারণে ও নিজেদের শখ পূরণে হেলিকপ্টারে বাড়ি এসেছি।
Last Updated on January 29, 2024 8:20 pm by প্রতি সময়