বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আজ বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকী ।। দুইবারের আগমনের স্মৃতিতে কুমিল্লা দাউদকান্দিতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের সুফল ভোগ করছে প্রান্তিক পর্যায়ের মানুষরা : ইউএনও ব্রাহ্মণপাড়া মুরাদনগরে নামমাত্র মূল্যে নিলামে খাল খননের মাটি আমরা নির্বাচনের দিন কাউকে চিনবো না : জেলা প্রশাসক ।। ব্যালটে হাত পড়লে আমরা অন্য রকম হয়ে যাবো : পুলিশ সুপার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ অনুষ্ঠিত  আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে : ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আইসিইউতে নববধূ কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন কুবি ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল শিক্ষার্থীদের মানববন্ধন দাউদকান্দির গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার চান্দিনার তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী! প্রতারকচক্রের সাতজন গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহারে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কমাবে : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জিআই পণ্যের স্বীকৃতির তালিকায় কুমিল্লার রসমালাই টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন’ কুমিল্লা সদরে টুটুল পাবেল বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চান্দিনায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

সন্তানের নিয়মিত অধ্যয়নে অভিভাবকের ভূমিকা

শিক্ষা-শিল্প-সাহিত্য ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৬০৮ দেখা হয়েছে

যেকোনো বিষয়ে সফলতা লাভের পূর্বশর্ত হচ্ছে নিয়মিত অধ্যয়ন ও অনুশীলন করা। এতে কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে আস্তে আস্তে তা দূর হয়ে পরিপক্কতা আসে। তাই নিয়মিত অধ্যয়ন চর্চার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা সন্তানের সামনে এগিয়ে চলাকে তরান্বিত করবে।

অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ :
আপনার সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন।সঙ্গত কোন কারণ ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকা যাবে না। নিয়মিত ক্লাসের পড়া খাতায় লিখে আনে কিনা অভিভাবকরা বাড়িতে সেটি যাচাই করবেন। আবার ক্লাসের পড়া লিখে আনলেই হবে না, সেগুলো নিয়মিত শেষ করছে কিনা তা নিশ্চিতে অভিভাবককে বেশ খেয়াল রাখবেন। কেননা পড়া শেষ না করলে খাতায় লিখে আনার কোনো গুরুত্বই থাকবে না। কোনো ছাত্র/ছাত্রী কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে নিয়মিত অনুশীলনের মাধ্যমে সেই সমস্যা যাতে কেটে উঠতে পারে এ ব্যাপারে অভিভাবকরা ভূমিকা রাখবেন। প্রয়োজনে আপনার সন্তানের শ্রেণী শিক্ষকের সঙ্গে সমস্যার বিষয়টি শেয়ার করে পরামর্শ বা সহযোগিতা নিবেন। সর্বোপরি অভিভাবকগণ মনে রাখবেন বিনা কারণে আপনার সন্তান স্কুল ফাঁকি দিলে বা ঘনঘন অনুপস্থিত থাকলে ক্লাসের পড়া অধ্যয়নে সে পিছিয়ে পড়বে এবং পরীক্ষাগুলোতে ভালো ফলাফল অর্জন করতে পারবে না। তাই আপনার সন্তানের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি আপনাকেই নিশ্চিত করতে হবে।

আরেকটি বিষয়, আমরা শিক্ষকরা মনেপ্রাণে বিশ্বাস করি- অভিভাবক বিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। অভিভাবকের সচেতনতায় বাসায় শিক্ষার্থীর জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে থাকে। তাই প্রত্যেক অভিভাবককে তাঁর বাসার পরিবেশ সম্পর্কে সচেতন হবেন। বিদ্যালয়ের পাঠদান বাসায় নিয়মানুসারে অধ্যবসায় করার ব্যাপারে অভিভাবকরা সারা বছরই দায়িত্বশীল হবেন।

বাড়িতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা করা :
বাসায় সন্তানদের জন্য প্রতি সাত দিন অন্তর অন্তর  সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা করবেন। এতে কারো কোনো সমস্যা থাকলে আস্তে আস্তে তা কেটে যাবে। অনেক ছাত্র/ছাত্রী পরীক্ষায় সময় মতো লেখা শেষ করতে পারে না। বাসায় নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা দিলে পরীক্ষার হলে সময় মতো লেখা শেষ করা কোনো সমস্যা হবে না।

সন্তানের অধ্যয়ন-অভিভাবকদের পর্যবেক্ষণ  :
নিয়মিত অধ্যয়ন-ভবিষ্যৎ জীবনের ভিত তৈরির পূর্বশর্ত। সন্তান নিয়মিত লেখাপড়া করছে কিনা সেটা অভিভাবকরা নজরে রাখবেন।পড়ালেখার মাঝপথে যাতে ছন্দ পতন না ঘটে সেই দিকে অভিভাবকরা বিশেষ খেয়াল রাখবেন। সন্তানের অধ্যয়নের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষনে রাখবেন অভিভাবকরা। এতে করে আপনার সন্তান আপনার মাঝেই শিক্ষকের ছায়া খুঁজে পাবে।

পারিবারিক শিক্ষাদানে অভিভাবকের ভূমিকা :
আপনার শিশুসন্তানকে ধর্মীয়, নৈতিকতা, শিষ্টাচার শেখাবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পারিবারিক শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে যাতে আপনার সন্তানের আচার–আচরণ সুন্দর হয় এবং সমাজে সবার ভালোবাসা ও সহানুভূতি লাভ করে। একজন অভিভাবক হিসেবে সন্তানের প্রতি আপনার এই শিক্ষা তাকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে।

লেখক :
মোঃ ফারুকুল ইসলাম
সিনিয়র শিক্ষক
নজরুল মেমোরিয়াল একাডেমী,কুমিল্লা

Last Updated on March 13, 2023 7:16 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102