বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক লুৎফুন নাহার করিম লাকী ও তার মেয়ে জান্নাতিন তাজরী নিকিতা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের খোকন মিয়ার স্ত্রী এবং কন্যা। তাদের মৃত্যুতে গোটা কান্দুঘর গ্রামে শোকের মাতম বইছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে মেয়ে জান্নাতিন তাজরী নিকিতাকে নিয়ে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের বিরিয়ানির দোকান কাচ্চি ভাইয়ে খেতে গিয়েছিলেন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক লুৎফুন নাহার করিম লাকী। ছেলের সামনে ভর্তি পরীক্ষা থাকায় বাড়িতেই রেখে যান তাকে।
রাত ১০টার দিকে আগুন লাগার পর ওই ভবনে আরও অনেকের সঙ্গে আটকা পড়েন লুৎফুন নাহার করিম লাকী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার মেয়ে নিকিতা। আটকা পড়া অবস্থায় অনেকের মতো তারাও প্রাণ হারান ওই ভবনে।
শুক্রবার (১ মার্চ) সকালে নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘরে এ হৃদয় বিদারক খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খোকন মিয়ার বাড়িতে শোকের মাতম যেনো থামছে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে লাগা আগুনে শুক্রবার সকাল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে ৩৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে যাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থাও শঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
Last Updated on March 1, 2024 7:50 pm by প্রতি সময়