রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন ছাত্র জনতার বিপ্লবে খুনি শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ : হাবীব উন নবী সোহেল কুমিল্লায় গার্লস স্কুলের ভর্তির লটারিতে বয়েজ! মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে : ডা. শফিকুর রহমান তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ : মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাইয়ের উদ্বেগ প্রকাশ লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত কুমিল্লার মুরাদনগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালিতে মানুষের ঢল ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন  চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপিষ্টে শিশুর মৃত্যু কুমিল্লার মাঠে আবাহনীকে হারালো মোহামেডান ব্রাহ্মণপাড়ায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায় : কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন সাংবাদিকদের ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত : সাংবাদিক কল্যাণ পরিষদের অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির বুকে ভেকু স্কাউটিং একটি সম্পূরক শিক্ষা ব্যবস্থা : রোভার সহচর দীক্ষা অনুষ্ঠানে বক্তারা

চৌদ্দগ্রামে বাসে বোমা মেরে মানুষ হত্যা মামলায় মুজিব, শহীদুল, বেনজীর আাসামি

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮ দেখা হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে বাসে পেট্রোলবোমা মেরে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, পুলিশের সাবেক আইজি একেএম শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার সহ ১৩০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ৫০/৬০ জনকে ও আসামি করা হয়।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৫ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন বাস মালিক আবুল খায়ের।

 

বাদীপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি আমলে নিতে চৌদ্দগ্রাম থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

আইনজীবী কাইমুল হক রিংকু আরও জানান, এই একই ঘটনায় আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতের নায়েবে আমির চৌদ্দগ্রামের সাবেক সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, রুহুল কবির রিজভী ও সালাহউদ্দিন আহমেদকে হুকুমের আসামি করে মামলা করা হয়। সে মামলায় ১১২ জনের নাম উল্লেখসহ ১৪২ জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

বাস মালিক আবুল খায়েরের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহন এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৪০৪৮) পেট্রলবোমা মারে দুর্বৃত্তরা। এতে বাসে থাকা ৮ যাত্রীর মৃত্যু হয়। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় পরদিন বাসের চালক, সহযোগী এবং স্থানীয় লোকজনের মাধ্যমে বাদী জানতে পারেন যে চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদের মদদে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা বাদীর ওই বাসটি পুড়িয়েছেন।

 

মামলায় আরও অভিযোগ করা হয়, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের মদদে পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা এ ঘটনা সংগঠিত করে উল্টো তৎকালীন বিরোধী দলের শীর্ষ নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

Last Updated on September 11, 2024 8:35 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102