শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইনশাআল্লাহ মুরাদনগর থেকে আবারো এমপি হবেন কায়কোবাদ : ইফতার মাহফিলে বক্তারা  মুরাদনগরে কৃষকের মুখে সূর্যমুখীর হাসি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনায় আকাশ মন্ডল গ্রেফতার

সাদিক মামুন
  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ দেখা হয়েছে
এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার আকাশ মন্ডল ইরফান । ছবি : কুমিল্লা র‌্যাব কার্যালয় থেকে তোলা।

এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনার একমাত্র হোতা আকাশ মন্ডল ইরফানকে গ্রেফতার ও খুনের রহস্য উদঘাটন করেছে র‌্যাব। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপঅধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি জানান, সাত খুনের ঘটনায় জাহাজের কর্মী আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারী থেকে র‌্যাব-১১ ও র‌্যাব-৬ এর সমন্বিত অভিযানে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে গ্রেফতার করা হয়।

 


গ্রেফতার ইরফানের কাছ থেকে প্রাপ্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের আলোকে র‌্যাবের উপঅধিনায়ক বলেন, চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ ৮ মাস ধরে কোনো প্রকার বেতন ভাতা দিতেন না। এমনকি তিনি দুর্ব্যবহারও করতেন। এসবের ক্ষোভ থেকে জাহাজের কর্মী আকাশ মন্ডল ইরফান সবাইকে হত্যা করেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফানের দেয়া তথ্য মতে প্রেসব্রিফিংয়ে র‌্যাব জানায়, ২২ ডিসেম্বরস জাহাজের বাজার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি ৩ পাতা ঘুমের ওষুধ কেনেন। হত্যার দিন রাতের খাবার রান্নার সময় ইরফান জাহাজের বাবুর্চির অগোচরে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। সেই খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়লে হাতে গøাভস পড়ে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করেন ইরফান। কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য সবসময় রাখা হতো।

র‌্যাবের উপঅধিনায়ক সাকিব হোসেন জানান, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যার সময় অন্যরা দেখে ফেলায় ইরফান জাহাজের সবাইকে হত্যা করেন। সবাইকে হত্যার পর ভোর সাড়ে ৫টার দিকে যখন অন্যান্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়, ইরফান তখন জাহাজটিকে চালিয়ে যাত্রা শুরু করে। এক ঘণ্টা চালানোর পর হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে। সেখান থেকে একটি ট্রলারে করে পালিয়ে যায় ইরফান।

 

জাহাজে খুন হওয়া ব্যক্তিরা হলেন: মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সী, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী। এ ছাড়া আহত ব্যক্তি হলেন, জাহাজের সুকানি জুয়েল।

 

উল্লেখ্য, গত সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় এমভি আল-বাখেরা নামে সারবাহী একটি জাহাজ থেকে ৫ জনকে মৃত ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পণ্যবাহী এমভি আল বাখেরা জাহাজটি চট্টগ্রামের কাফকো সার কারখানার ঘাট থেকে যাত্রা করে।

 

Last Updated on December 25, 2024 7:04 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102