বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসির বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত বাড়ছে গোমতী নদীর পানি, বন্যার আশঙ্কা মুরাদনগরে মা ও ছেলে-মেয়ে হত্যা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ৫ দিনের রিমান্ডে শাহপরান অবশেষে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ

প্রকৃতি ও পরিবেশের সঙ্গে মিশে যাওয়া একটি নাম মতিন সৈকত

সাদিক মামুন
  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩০ দেখা হয়েছে

পশু-পাখি, বন্য প্রাণী আক্রান্ত বা আহত হওয়ার খবর পেলেই ছুটে যান তিনি। উদ্ধার করে নিয়ে আসেন বাড়িতে। পরম পরিচর্যায় চিকিৎসা দিয়ে বনে অথবা আকাশের পথে অবমুক্ত করে দেন এসব পশু-পাখি। প্রায় দুই যুগ ধরে পশু-পাখির প্রতি নিরন্তর ভালোবাসার বহি:প্রকাশ ঘটিয়ে মানবিক কাজটি করে যাচ্ছেন কুমিল্লার মতিন সৈকত।

 

কুমিল্লার দাউদকান্দির আদমপুর গ্রামের বাসিন্দা মতিন সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যে পড়ালেখা করেছেন। পেশায় শিক্ষক। দাউদকান্দির স্থানীয় একটি মাদরাসায় বাংলা বিষয়ে অধ্যাপনা করছেন। প্রায় ২৭ বছরের শিক্ষকতা জীবনে কেবল পাঠদান-ই নয়, কৃষি ও পরিবেশ উন্নয়ন, বিষযুক্ত ফসল, নিরাপদ খাদ্য আন্দোলন, খাল-নদী পুনঃখনন, দখল-দূষণ প্রতিরোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বহুমুখী সামাজিক আন্দোলন ও সৃজনশীল কাজে রেখেছেন সাফল্যের স্বাক্ষর। প্লাবন ভূমিতে মাছ চাষের অন্যতম উদ্যোক্তাও বলা হয়ে থাকে মতিন সৈকতকে।

এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন চারবার জাতীয় পুরস্কার। বয়স বাড়ছে, তারপরও আহত পশু-পাখির খবর পেলে ছুটে যান। পরিবেশ দূষণ হচ্ছে, নদী খাল বিল দখল হচ্ছে, এমন খবর পেলে গড়ে তোলেন সামাজিক আন্দোলন। শিক্ষার্থীদের মনোজগৎকে জাগিয়ে তোলার পাশাপাশি সমাজের সচেতন মানুষদের প্রকৃতি-পরিবেশ রক্ষা ও মানবিক কাজে সম্পৃক্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন এই মানুষটি।

 

পরিবেশবিদ মতিন সৈকত বলেন, ‘প্রায় ত্রিশ বছর ধরে নিঃস্বার্থভাবে পরিবেশ উন্নয়নে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে প্রকৃতি পরিবেশ, পশু-পাখি নিয়ে খুব ভাবতাম। গ্রামে বেড়ে উঠেছি, তাই প্রকৃতি ও পশু-পাখিকে খুব নিবিড়ভাবে দেখেছি। একটা সময় যখন দেখলাম আমরাই প্রকৃতি-পরিবেশ, পশু-পাখির ক্ষতি করছি, বিষাক্ত ফসল, মাছ খাচ্ছি তখন আর চুপ থাকতে পারিনি। প্রকৃতি-পরিবেশ বাঁচাতে সামাজিক আন্দোলন শুরু করি। সেই থেকে এখনো আছি এসব নিয়ে।’

 

মতিন সৈকত বলেন, ‘আমাদের এলাকায় অনেক বেশি পাখি বসবাস করে। কুমিল্লার দাউদকান্দি ও আশপাশের এলাকা মাছের অঞ্চল। পাখিরা মাছ খেতে এখানে ছুটে আসে। পাখিরা এখানে এসে অনেক জায়গায় আটকা পড়ে। ২০০০ সাল থেকে আহত পশু-পাখিদের উদ্ধার করে চিকিৎসা শেষে অবমুক্ত করে আসছি। এ পর্যন্ত প্রায় দুই হাজারের বেশি পশু-পাখিকে বিভিন্ন পরিস্থিতি থেকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়ে অবমুক্ত করেছি।’

তিনি বলেন, ‘কেবল পশু পাখিই নয়, বিষযুক্ত শস্য, দেশি মাছ উৎপাদন, গাছ রোপণসহ নানাভাবে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জলবায়ুর চ্যালেঞ্জিং সহ বহুমুখি সামাজিক আন্দোলনে কাজ করেছি, এখনো করছি। পশু-পাখি, প্রকৃতি-পরিবেশ এবং সামাজিক, মানবিক ও দেশপ্রেমের দ্বায়বদ্ধতা নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এভাবেই কাজ করে যেতে চাই।’

 

প্রকৃতি ও পরিবেশের সঙ্গে মিশে যাওয়া কুমিল্লার মতিন সৈকত নামটি দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও দৃষ্টান্ত রেখেছে। কৃষক ও কৃষি নিয়ে তাঁর ইতিবাচক ও সম্ভবনাময় কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কুমিল্লার দাউদকান্দিকে বিষমুক্ত নিরাপদ খাদ্য উপজেলা হিসেবে ঘোষণা করে। পরিবেশ প্রকৃতিপ্রেমী মতিন সৈকত নিজ গ্রামে পরিবেশ স্কুল, সামাজিক বনায়ন, বন্য পশু-পাখি অবমুক্ত, কৃষি পাঠাগার ও কৃষি মিউজিয়াম পরিপূর্ণভাবে গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

Last Updated on May 23, 2025 6:51 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!