রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় মেঘনা গ্রুপের কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ ডিম ও মিষ্টির সন্ধান! আড়াই লক্ষাধিক টাকা জরিমানা চান্দিনায় বাল্য বিবাহ বন্ধ, মাদ্রাসা ছাত্রীর পিতাকে জরিমানা চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের বাস খাদে পড়ে পাঁচজন নিহত ধর্ম অবমাননার দায়ে কুবি ছাত্র স্বপ্নীল মুখার্জি সাময়িক বহিষ্কার মুরাদনগরে সরকারি ব্যবস্থাপনায় ধান ক্রয় শুরু দেবিদ্বারের ভিংলাবাড়ির আনোয়ারা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড কুমিল্লার রসুলপুরে রেলক্রসিংয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর বরুড়ার বই ও কসমেটিক্স ব্যবসায়ী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদন্ড স্বামীর কারাদণ্ড ইসলাম ধর্ম অবমাননা : স্বপ্নীল মুখার্জীকে বহিষ্কারের সুপারিশ, কুবি ক্যাম্পাসে মানববন্ধন আইফোন কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা ভোটগ্রহণে বাধা কেটেছে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ফিরোজ হোসেন কুবি শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের নতুন নেতৃত্বে সোহরাব-মুন্না বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা কুমিল্লায় বম্বে, লেইজ ও প্রাণের নকল চিপস উৎপাদন কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা দুর্যোগে পতিত মানুষের পাশে দাঁড়ান : স্কাউটাস সদস্যদের প্রতি এমপি প্রাণ গোপালের আহ্বান সাতক্ষীরার যুদ্ধাপরাধী মামলার আসামি কুমিল্লায় গ্রেফতার

বিকল্প যানবাহনে ঘরমুখি মানুষের চাপ : মহাসড়কের কুমিল্লা অংশে যানজট

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার-কুমিল্লা
  • আপডেট টাইম সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৪২ দেখা হয়েছে
# ময়নামতি সেনানিবাস এলাকা । সোমবার দুপুরের ছবি।

দূরপাল্লার গণপরিবহন চলছে না ৫ এপ্রিল থেকে। এরমধ্যে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন ঘোষণায় বিকল্প যানবাহনেই মহাসড়কে ঘরমুুখি মানুষের ভিড়।

সোমবার (১২ এপ্রিল) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নন্দনপুর থেকে বুড়িচংয়ের নিমসার পর্যন্ত উভয় অংশে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রচন্ড গরমে এসময় বিভিন্ন গন্তবমুখী হাজার হাজার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

সারাদেশে করোনার প্রভাব বেড়ে গেলে সরকার গত ৫ এপ্রিল থেকে সারা দেশে আটদিনের লকডাউন ঘোষনা করে। পরবর্তীতে সংক্রমন ও মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেলে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে আরো ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনের পরবর্তী ঘোষনা দেয়। এসময় সবকিছু খোলা থাকলেও সরকার দুরপাল্লার গণপরিবহন বন্ধ রাখে। এতে এমনিতেই জনদুর্ভোগ শুরু হয়। পরবর্তীতে ১৪ এপ্রিলের কঠোর লকডাউনের ঘোষনায় মানুষ অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে। পাশাপাশি লকডাউন দীর্ঘ হওয়ার আশঙ্কায় মানুষ ঘরমুখি হয়ে উঠেছে।

একদিকে দুরপাল্লার যানবাহন বন্ধ,অন্যদিকে ঘরমুখি মানুষের চাপে মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্নস্থানে হাজার হাজার মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেয়।এসময় প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সার, ছোট পিকআপ, অ্যাম্বুলেন্সযোগে বিভিন্ন গন্তব্যে মানুষদের ছুটতে দেখা যায়।
কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় নোয়াখালীগামী জাহাঙ্গীর হোসেনের সাথে কথা হয়। পরিবার নিয়ে তিনি কুমিল্লার কর্মস্থল থেকে তিনি নিজ বাড়ি নোয়াখালী ফিরছিলেন। তিনি জানান, লকডাউন বেড়ে গেলে ঈদে পরিবার নিয়ে বাড়ি ফিরতে কষ্ট হবে। এজন্য আগেই পরিবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি।

# ময়নামতি সেনানিবাস এলাকা। সোমবার রাত ৮টায় তোলা ছবি।

এদিকে গনপরিবহণের বিকল্প হিসেবে ঘরমুখি যাত্রীরা বেছে নিয়েছেন প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সার, ছোট পিকআপ, অ্যাম্ব্যুলেন্স। পণ্যবাহী পরিবহনের সঙ্গে এসব যানবাহনের বিশৃঙ্খল প্রতিযোগিতায় মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কুমিল্লা সদর দক্ষিনের নন্দনপুর কোটবাড়ি রাস্তার মাথা থেকে বুড়িচং উপজেলার নিমসার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ফোরলেনের উভয় অংশে যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, রমজান, লকডাউন, পয়েলা বৈশাখকে কেন্দ্র করে মহাসড়কে বিকল্প যানবাহনে ঘরমুখি মানুষের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। আমরা সারাদিন অতিরিক্ত পুলিশ সুপারসহ মহাসড়কে যানজট নিরসনে কাজ করেছি। তাছাড়াও নিয়ম না মানায় বেশ কিছু যাত্রীবাহী বাসসহ অন্যান্য পরিবহন আটক করেছি।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

Last Updated on April 12, 2021 11:22 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102